• শনিবার, ১৮ মে ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন |
  • English Version

শিক্ষার্থীদের কে খোলা চিঠি দিয়ে প্রশংসিত অষ্টগ্রামে ইউএনও

# মন্তোষ চক্রবর্তী :-

কিশোরগঞ্জের হাওর বেষ্টিত অষ্টগ্রাম উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে খোলা চিঠি দিয়ে প্রশংসিত অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুন-অর-রশিদ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, হাওর উপজেলা অষ্টগ্রামে ৮৩টি প্রাথমিক বিদ্যালয়ে এবং ৯টি কিন্ডারগার্ডেনে মোট ২২ হাজার ৮০ জন প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে খোলা চিঠি দেওয়া হয়েছে। আজ ১৭ আগস্ট বুধবার সকালে উপজেলার আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনুষ্ঠানিকভাবে এই খোলা চিঠি দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-অর-রশিদ। খোলা চিঠি দেওয়ার পর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের প্রশংসা করে বিভিন্ন রকমে পোস্ট দিচ্ছে বিভিন্ন স্কুলের শিক্ষকগণ। হাওর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা রহমান বলেন, ইউএনও স্যারের এই চিঠি পেয়ে বেশ খুশি তার স্কুলের শিক্ষার্থীরা বিশেষ করে ৪র্থ এবং ৫ম শ্রেণির শিক্ষার্থীরা। তিনি আরও বলেন, এর আগে এমনটি আর কোন স্যার করে নাই। তাই শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই খোলা চিঠিটি।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, ইউএনও স্যারের এই উদ্যোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয়। বর্তমানে প্রাথমিক শিক্ষার জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ এবং শিক্ষার্থীদের মাঝেও এই পদক্ষেপটি লেখাপড়ার জন্য উৎসাহ বাড়াবে।
এ ব্যাপারে উপজেলার একাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলাপ কালে তারা এ প্রতিনিধিকে বলেন, ইউএনও স্যারের এই উদ্যোগটি আমাদের শিক্ষার্থীদের মাঝে ব্যাপকভাবে উৎসাহ বেড়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-অর- রশিদ বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নত ও প্রাথমিক শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে এই খোলা চিঠি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *